আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা
আমুরোড উচ্চ বিদ্যালয় ও কলেজটি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া নামক গ্রামে অবস্থিত। এটি চুনারুঘাট উপজেলা শহর থেকে ৯ কিলোমিটার দক্ষিণে আমুরোড বাজার সংলগ্ন সাবেক রেলস্টেশনের পাশে অবস্থিত।

প্রতিষ্ঠাকাল ও এমপিওভূক্তি
প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৬৬ খ্রিঃ তারিখে নিম্ন মাধ্যমিক পর্যায়, ০১/০১/১৯৭২ খ্রিঃ তারিখে মাধ্যমিক পর্যায় এবং ০১/০৭/২০১৩ খ্রিঃ তারিখে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। ০১/১২/১৯৮৪ খ্রিঃ তারিখে স্কুল শাখা এবং ০৬/০৭/২০২২ খ্রিঃ তারিখে কলেজ শাখা এমপিওভূক্ত হয়।

আয়তন ও অবকাঠামো
প্রতিষ্ঠানটি ৩.৮৫ একর অখন্ড এবং সমতল ভূমির উপর স্থাপিত। এর পশ্চিম পার্শ্বে একটি পুকুর ও মাঝখানে সুবিশাল খেলার মাঠ রয়েছে। এতে ৪ তলা বিশিষ্ট ২টি নবনির্মিত ভবনসহ মোট ৯টি নতুন/পুরাতন ভবন রয়েছে।

পানীয় জল এবং স্যানিটেশন
অত্র প্রতিষ্ঠানে ৩টি গভীর নলকূপ রয়েছে, যা থেকে শিক্ষার্থী সারা বছর সুপেয় পানীয় জল পেয়ে থাকে। প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রী এবং শিক্ষকগণের জন্য আলাদা আলাদা স্যানিটেশন ব্যবস্থা এবং ওয়াশ ব্লক রয়েছে।

একাডেমিক কার্যক্রম
প্রতিষ্ঠানে সরকারের নির্দেশনা অনুযায়ী একাডেমিক কার্যক্রম সম্পন্ন করা হয়। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নিয়মিত অভিভাবক সমাবেশ, শিখনকালীন মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন ও ফিডব্যাক প্রদান করা হয়।

সহপাঠক্রমিক কার্যাবলি
প্রতিষ্ঠানটিতে সহপাঠক্রমিক কার্যাবলীর অংশ হিসেবে বিভিন্ন জাতীয় দিবস উদ্যাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, মিলাদ-মাহফিল, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, গণিতও বিজ্ঞান অলিম্পিয়াড, হামদ-নাত, ক্বেরাত প্রতিযোগিতা, বৃক্ষরোপন অভিযান, নববর্ষ উদযাপন, শিক্ষা সফর ইত্যাদির আয়োজন করা হয়।

ডিজিটাল লিটারেসি
স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে শিক্ষার্থীদের ডিজিটাল স্বাক্ষরতা আনয়নের জন্য বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয় এবং উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে সনদ প্রদান করা হয়।