ইতিহাস

ইতিহাস

হবিগঞ্জ জেলাধীন চুনারুঘাট উপজেলার অন্তর্গত ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোছাপাড়া গ্রামে আমুরোড উচ্চ বিদ্যালয় ও কলেজটি অবস্থিত। ২নং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান জনাব মোঃ আবুল হাশিম ১৯৬৬ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠানটির স্কুল শাখা প্রতিষ্ঠা করেন। স্কুলটি প্রতিষ্ঠায় তখন যারা সম্মানীত জমি দাতা হিসেবে সহযোগিতা করেন তারা হলেন-

১। ড. মোঃ আব্দুর রশিদ
২। মোঃ আফতাব মিয়া
৩। আলহাজ্ব মোঃ ইসহাক
৪। আলহাজ্ব আব্দুছ ছত্তার
৫। মোঃ আব্দুর রাজ্জাক
৬। মোঃ মেন্দি মিয়া
৭। মোঃ আবুল হাশিম
৮। মোঃ আব্দুল করিম
৯। মোঃ আব্দুর রউফ

০১/০১/১৯৬৬ খ্রিঃ তারিখে প্রতিষ্ঠানটি প্রথমে জুনিয়র স্কুল হিসেবে শুরু হয়। পরবর্তীতে ০১/০১/১৯৭২ খ্রিঃ তারিখে নবম/দশম খোলা হয় এবং সচেতন অভিভাবক মহলের চাহিদার প্রেক্ষিতে তৎকালীন প্রধান শিক্ষক জনাব মোঃ আলাউদ্দিন সাহেব এবং ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আলহাজ্ব আবুল হাসনাত চৌধুরী সনজু সাহেবের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ০১/০৭/২০১৩ খ্রিঃ তারিখে প্রতিষ্ঠানটিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত কর হয়। ০১/১২/১৯৮৪ খ্রি: তারিখে স্কুল পর্যায়ে এবং ০৬/০৭/২০২২ খ্রি: তারিখে কলেজ পর্যায়ে এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্তির পরে গত ২৪/১২/২০২৩ খ্রি: তারিখে গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক (পৌরনীতি ও সুশাসন) জনাব মোহাম্মদ আ: রউফ সাহেব প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।